সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৮:৩৩ এএম
রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ।
নিহতরা হলেন মো. নোমান (৩২) ও তাঁর স্ত্রী শামীমা (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী।
জানা গেছে, বাসার নিরাপত্তাকর্মী রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, ভেতর থেকে বাসার দরজা বন্ধ ছিল। মনে হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তারপরও মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, নোমান সৌদিপ্রবাসী। দুজন প্রেম করে এক বছর আগে বিয়ে করেন। পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি।