জুন ৬, ২০২২, ১২:৪১ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ডিপোতে রাসায়নিক পদার্থ থাকা চারটি কন্টেইনার চিহ্নিত করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ১২ টায় ডিপোর গেইটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
আরিফুল ইসলাম হিমেল বলেন, ডিপোতে থাকা ৪টি কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কন্টেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে।