নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর কাছে অর্থ সহায়তা চাওয়া এক রিকশাচালককে তিনি গলাধাক্কা দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার ভোর থেকে বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে গেলে নারায়ণগঞ্জ শহরজুড়ে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভুক্তভোগী ওই রিকশাচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু হেঁটে যাচ্ছেন। তখন এক ব্যক্তি কাছে এলে তিনি তাকে গলাধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে জাঙ্গালিয়া বাজার এলাকায় এক রিকশাচালককে টাকা দেন তিনি। কিন্তু ওই রিকশাচালক আবার টাকা নিতে এলে নজরুল ইসলাম বাবু সহযোগীদের কাছ থেকে তা জানতে পারেন এবং ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে গলাধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন।
গলাধাক্কা দেওয়ার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বাবু বলেন, 'এ রকম কোনো ঘটনা ঘটেনি। এ রকম কোনোদিনই হয়নি।' তিনি বলেন, 'এর আগেও অনেকবার আমার ভিডিও করেছে। আমি কোরআন তেলাওয়াত করছিলাম, তখন বলছে আমি ঝাড়-ফুঁক দিচ্ছি। একটি কুচক্রী মহল এটা করে থাকে।'কেউ সিন্ডিকেট করে ভিডিওটি ভাইরাল করেছে।'