রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী সোহেল রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি ও এ বিষয়ে প্রতিবাদকারীদের হুমকির অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামী সোহেল রানার নিজস্ব বাসভবন বাসা নং#০৯, রোড নং #০৮, ধানমন্ডি আবাসিক এলাকায় ধানমন্ডি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। এই মুহূর্তে প্রকৌশলী সোহেল রানা আত্মগোপনে রয়েছেন।
এ প্রসঙ্গে মামলার বাদী আলিমুল্লাহ জানান, সোহেল রানা প্রকাশ্যে বঙ্গবন্ধুর নামে আপত্তিকর কটুক্তি করেন। এ বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করলে তাদেরকে রিহ্যাবের ক্ষমতার দাপটে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। তাই আমি মামলা দায়ের করেছি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুলিশ আসামি ধরার চেষ্টা করছে।