নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনতলা ভবনে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশ আগুন লাগার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘রূপসী এলাকার ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে এখন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, দুপুরের দিকে আগুন লাগার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে বলেও তিনি জানান।
রূপগঞ্জের একই এলাকায় একটি শিল্পগ্রুপের প্রতিষ্ঠানে আগুন লেগে অর্ধশতাধিক মৃত্যুর কান্নার আওয়াজ শেষ না হতেই এক মাসের মধ্যে আবারও আগুন লাগার ঘটনা ঘটলো।
গত ৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানার ৬ষ্ঠ তলায় আগুন লেগে অর্ধশতাধিক শ্রমিক নিহত হয়। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় ২২ ঘণ্টা পর গত ৯ জুলাই সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ দূর্ঘটনায় ৫২ জন শ্রমিক মারা যান। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।