রূপনগরের বেড়িবাঁধে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২২, ১০:৪৩ পিএম

রূপনগরের বেড়িবাঁধে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর রূপনগরের বেড়িবাঁধে পিকআপ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন। নিহতরা হলেন- মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামিম হোসেন (১৮)।

শুক্রবার সাড়ে ৪টার দিকে রূপনগর বেড়িবাঁধের সাদি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় হারুন (১৭)। আর আহত অবস্থায় শামিম ও মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু হাছান জানান, মিলন ফুডপান্ডায় এবং হারুন ও শামিম মোটরগ্যারেজে কাজ করতো। বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে জানতে পারি তারা রূপনগর বেরিবাঁধে পিকআপ ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে হারুনকে মৃত দেখতে পাই।
বিজ্ঞাপন

হাছান আরও জানান, মিলন ও শামিমকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় মিলন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামিম।

মৃত মিলনের চাচা মো. জামাল হোসেন জানান, তাদের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা এলাকায়। বাবার নাম সোবহান মিয়া। বর্তমানে মিরপুর-১ এর উত্তর বিশিলের তিন নম্বর রোডে থাকে। মিলন ফুডপান্ডায় খাবার সরবরাহের কাজ করতো। বিকালে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে বের হয়েছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মিলন সাড়ে ৬টার দিকে মারা যায়। শামিম চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৮টার দিকে মারা যায়। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রূপনগরের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হারুন নামে একজন ঘটনাস্থলে মারা গেছেন। বাকি দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মিলনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও বাকি দু’জনের ঠিকানা পাওয়া যায়নি। কি গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

Link copied!