রোমানিয়া যেতে ছয় মাসে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি ভিসা পাচ্ছেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৩, ০৬:১৯ পিএম

রোমানিয়া যেতে ছয় মাসে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি ভিসা পাচ্ছেন

চলতি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে রোমানিয়া। আর ভিসা সংক্রান্ত কাজে এসময় রাজধানীতে একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে দেশটি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপাত্র এবং মন্ত্রণালয়ে জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আগামী ৫ মার্চ রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় আসবেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। এরই প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনা করবে।”

সেহেলী সাবরিন জানান, চলতি মার্চ থেকে আসছে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও  তিনি জানান।

প্রসঙ্গত,গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করেছিলেন। সে সময় প্রায় ৫ হাজার ৪০০ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দেশটি।

Link copied!