রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আজ শুক্রবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, দু'দেশের মধ্যে হওয়া আংশিক বাস্তবায়িত চুক্তিগুলো পুরো বাস্তবায়নের জন্য শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অনুরোধ জানানো হয়েছে। আবারো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউ.এন.এইচ.সি.আর-এর সদস্য পদ পেতে শ্রীলংকার সমর্থনও চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (১৯ মার্চ) সকালে বাংলাদেশে পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপর সোয়া ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।