সেপ্টেম্বর ২৫, ২০২১, ১০:২৩ এএম
রোহিঙ্গা সঙ্কট মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধানও মিয়ানমারের হাতে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শুরু হওয়া জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশেনে ভাষণ দানকালে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ‘আগেও বলেছি, আবারও বলছি- রোহিঙ্গা সঙ্কটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এ সঙ্কটের স্থায়ী সমাধান হতে পারে’।
এসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে গঠনমূলক উদ্যোগ গ্রহণের আহ্ববান জানান।
আঞ্চলিক সহায়তা সংস্থা আসিয়ান নেতৃবৃন্দকে আহ্বান করে প্রধানমন্ত্রী আরো বলেন,‘আমরা আশা করি আসিয়ানের নেতৃবৃন্দ বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক ইস্যুতে গৃহীত প্রচেষ্টাকে আরও বেগবান করবেন’।
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাদদিহিতা নিশ্চিতকরণে গৃহীত সকল কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে’।
ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী আরো একাধিক বিষয়ে আলোকপাত করেন। এসসময় তিনি বাংলাদেশ এবং বৈশ্বিক কোভিড পিরিস্থিতি নিয়ে কথা বলেন। বিশ্ব নেতাদের এ বিষয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বিশ্ব দরবারে বাংলাদেশের সামগ্রিক উন্নতির চিত্র তুলে ধরেন তিনি। ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ৭৫ এর নির্মম হত্যাকান্ডের স্মৃতিচারণ করে, তার পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কোন বাঁধাতেই পিছু হটবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।