ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৫:২৬ পিএম
লক্ষ্মীপুরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করে না পেয়ে তাঁর ওপর এভাবে নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চররমনি গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহবধূ (২০) বাদী হয়ে লক্ষীপুর সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি তাঁর স্বামী, ননদ, ননদের স্বামী, শাশুড়িসহ চারজনকে আসামি করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তাঁর ননদ পাখি বেগমকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. হাসানসহ বাকিরা পলাতক রয়েছেন।