ডিসেম্বর ২৪, ২০২১, ১১:০৫ পিএম
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত দুই রোগীকে উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাবের হেলিকপ্টারে করে তাদের ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত ওই দুইজন হলেন মারুফা আক্তার ও সেলিম রেজা।
র্যাবের হেলিকপ্টারে করে তাদের তেজগাঁও বিমানবন্দরে আনার পর দুটি আলাদা অ্যাম্বুলেন্সে করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে লঞ্চের আগুনে গুরুতর দগ্ধ সাত জন ভর্তি হলেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কাছে সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে।
পরে, দগ্ধদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে লঞ্চ থেকে উদ্ধার করা হয়েছে ২৭টি মরদেহ। তিনটি মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে আরও ১০ জনের মরদেহ উদ্ধার করার খবর জানায় দমকল কর্মীরা। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।