লিবিয়ায় দুই শতাধিক বাংলাদেশি আটক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ০৮:৫৮ এএম

লিবিয়ায় দুই শতাধিক বাংলাদেশি আটক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে দুই শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে লিবিয়া পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে আটকের পর তাদের রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। লিবিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান জানান, বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের লিবিয়ার জারিখ উপকূল থেকে নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

লিবিয়ার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেখান থেকে মোট ৫৪১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তবে দূতাবাসের পক্ষ থেকে রবিবার যোগাযোগ করে তাদের মধ্যে ২৪০ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদের সঙ্গে যোগাযোগের পর জানা যাবে, সেখানে মোট কতজন বাংলাদেশি আছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে প্রাণহানির ঘটনা বেড়েছে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মানব পাচারকারীরা ইউরোপের উন্নত জীবনের লোভ দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে।

Link copied!