লিভারের সমস্য বেশি ভোগাচ্ছে খালেদা জিয়াকে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ১১:০১ এএম

লিভারের সমস্য বেশি ভোগাচ্ছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নানাবিধ শারীরিক সমস্যার মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন লিভারের সমস্যায়। এছাড়াও তার হার্ট, কিডনিসহ অনেক শারীরিক জটিলতা রয়েছে। এছাড়া তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। হিমোগ্লোবিনের সংকট রয়েছে। রক্তচাপও ওঠানামা করছে।

হাসপাতলে চিকিৎসাধীন বেগম জিয়া সম্প্রতি রক্তবমি করার পর খালেদা জিয়ার লিভার থেকে রোগ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র।

বিএনপির নেতারা জানান, সব মিলিয়ে খালেদা জিয়ার অবস্থা ভালো নয়। ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দ্রুত বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগের দাবিতে শনিবার (২০ নভেম্বর) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে গণ-অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হন। করোনা থেকে সেরে উঠলেও নানা জটিলতায় তাঁকে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়।

Link copied!