এপ্রিল ২০, ২০২৩, ১১:৩০ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপনের দিনক্ষণ আলাদা। যেমন, এ বছর সৌদি আরবসহ পৃথিবীর কোথাও কোথাও আগামীকাল শুক্র ও শনিবার ঈদ উল ফিতর উদ্যাপন হবে। বাংলাদেশে শনিবার ঈদ উদযাপন হতে পারে। কিন্তু বাংলাদেশেরই শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের পীর ও তাঁর ভক্তরা আগামীকাল শুক্রবার ঈদ পালন করবেন বলে জানা যাচ্ছে। শুক্রবার সকাল ৯টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
ঈদের নামাজের জন্য দরবার শরীফ প্রস্তুতও করা হচ্ছে। শুক্রবার সকাল ৯টার আগেই জামায়াতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দরবারের প্রধান খাদেম মনসুর আলী মৃধা। স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
সাংবাদিকেরা আজ বৃহস্পতিবার দুপুরে সুরেশ্বর দরবার শরীফে গিয়ে সরেজমিনে দেখেন, শ্রমিকেরা ঈদের নামাজের জন্য দরবার শরিফের মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। এ সময় কথা হয় দরবার শরিফের প্রধান খাদেম মনসুর আলী মৃধার সাথে। মনসুর আলী মৃধা বলেন, সুরেশ্বর দরবার শরিফের পীর ও তাঁর ভক্তরা সৌদি আরব বা অন্য কোনো দেশের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করেন না। তারা বাংলা লোকনাথ পঞ্জিকা অনুযায়ী ঈদ উদ্যাপন করে থাকেন। যা অধিকাংশ সময় সৌদি আরব বা অন্য দেশের সাথে মিলে যায়।
মনসুর আলী আরও বলেন, শুক্রবার সকাল ৯টায় দরবার শরিফের মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত হবে। ঈদের নামাজে ইমামতি করবেন দরবার শরিফের গদীনশীন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। ঈদের নামাজের জন্য দরবার শরীফে সকল প্রস্তুতি চলছে।
খাদেম মনসুর আলী মৃধা বলেন, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার ১ থেকে দেড় হাজার ভক্ত অনুসারী দরবার শরীফে ঈদের জামায়াতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ ভক্ত অনুসারী রয়েছে। শুক্রবার তারাও নিজ নিজ এলাকায় ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদ উদ্যাপন করবে।