শহীদ মিনারে যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে আহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৬:২৯ পিএম

শহীদ মিনারে যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে আহত ৬

মানিকগঞ্জে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে জেলা শাখা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের লীগের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতিতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে আধ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

মানিকগঞ্জ সদর থানা শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা সানজিদ কাজল, সেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন সহ শ্রমিক লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  মঙ্গলবার  সকাল ৯টার দিকে জেলা শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শহীদ মিনারে ফুল দিতে আসেন। আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিক লীগের এক পক্ষের নাম ঘোষণা করলে অন্য পক্ষ বাধা দেয়। পরে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ছয়জন নেতাকর্মী আহত হন। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এদিকে, নেতাকর্মীদের আধা ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় শহীদ মিনারে ফুল দিতে আসা সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শহীদ মিনারে ফুল না দিয়ে অনেকে শহীদ বেদি থেকে চলে যান। 

মানিকগঞ্জ জেলা শাখা্ সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার এবিষয়ে গণমাধ্যমকে বলেন, “শ্রমিক লীগের ফুল দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে আমি আপেল ভাইয়ের কাছে মাফ চেয়েছি।” তিনি আরও বলেন, ‘আপেল সাহেবের উচিত ছিল পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা।’ 

তবে মারামারির ঘটনা নয়, উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে দাবি করেছেন জেলা শাখা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল।

Link copied!