আগস্ট ১৬, ২০২১, ০৬:৪২ পিএম
আফগানিস্তান শান্তিপূর্ণ এবং স্থিতিশীলতার সঙ্গে দক্ষিণ এশিয়ায় এবং বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশে। দেশটিতে ক্ষমতার পালাবদলে বর্তমান পরিস্থিতির প্রভাব এই অঞ্চলে ও এই অঞ্চলের বাইরেও পড়তে পারে বলে মনে করে ঢাকা।
সোমবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সতর্কভাবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আফগানিস্তান সার্কের গুরুত্বপূর্ণ সদস্য সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তান সরকার এবং জনগণ যে সমর্থন দিয়েছে তা সব সময় বাংলাদেশ স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীনীতি বাস্তবায়নে আফগানিস্তানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে আফগানিস্তানের জনগণের দ্বারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত গণপ্রতিনিধীরাই আফগানিস্তানের উন্নয়ন এবং স্থিতিশীলতা অর্জনে ভূমিকা রাখবে। এক্ষেত্রে বাংলাদেশ সব সময় আফগানিস্তানের উন্নয়ন সহযোগী এবং বন্ধু হিসেবে মনে করে।’
‘বাংলাদেশের বেশ কয়েকটি এনজিও বিগত বিশ বছর ধরে আফগানিস্তানের জনগণের জীবন মান উন্নয়নে দক্ষতার সঙ্গে কাজ করছে’ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সব সময় মৌলিক শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, আইসিটি খাতে আফগানিস্তানকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে আফগানিস্তানের জনগণের ওপরই তাদের দেশ পুনর্নির্মাণ এবং ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা দেখতে চাই আফগানিস্তান শান্তিপূর্ণ এবং স্থিতিশীলতার সঙ্গে দক্ষিণ এশিয়ায় এবং বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফগানিস্তানের আর্থ সামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফগানিস্তানের জনগণের সঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশ খুশি হবে। আমরা আফগানিস্তানের সকল উন্নয়ন সহযোগী এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।