আগস্ট ৭, ২০২১, ১০:৫৬ পিএম
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে পরষ্পরবিরোধী অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনাভাইরাস ঠেকাতে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শনিবার (৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আইডিইবি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপে্লামা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয়' শীর্ষক আলোচনা সভা ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে ভার্চ ুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনা সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। তাদের জীবন যদি না থাকে, তাহলে শিক্ষিত হয়ে কী হবে? তাই জীবন বাঁচাতেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধর রয়েছে।'
এদিকে, বিএনপি'র উদ্যোগে ‘কোভিড-১৯ বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা-সরকারের সদ্ধিান্তহীনতায় মহাসংকটে জাতির ভবিষ্যত' শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভায় যোগ দিয়ে মির্জা ফখরুল শুক্রবার বলেন, মির্জা ফখরুল বলেন, ‘করোনার সময়ে এই ক্ষতিটা হয়েছে মারাত্মক। আজকে শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে, রাজনীতিকে, ভবিষ্যতকে প্রভাবিত করছে।'
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। এ অভিযোগ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি'কে উদ্দেশ্য করে বলেন, করোনার সময়ে সব রাজনৈতিক দলের একটাই রাজনীতি হওয়া উচিত, তা হলো মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে।