শিপ রিসাইক্লিং নিয়ে হংকং কনভেনশন অনুসমর্থনে নৌপ্রতিমন্ত্রী ও আইএমও মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৩, ১১:৪৩ পিএম

শিপ রিসাইক্লিং নিয়ে হংকং কনভেনশন অনুসমর্থনে নৌপ্রতিমন্ত্রী ও আইএমও মহাসচিবের বৈঠক

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা প্রবর্তিত দি হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অব শিপস, ২০০৯ (দি হংকং কনভেনশন) অনুসমর্থন করা নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও আইএমওর মহাসচিব কিটেক লিম বৈঠক করেছেন।

সোমবার (১৭ জুলাই) লন্ডনে আন্তর্জাতিক নৌসংস্থার (আইএমও) সদর দপ্তরে এই সাইট ইভেন্ট বৈঠক অনুষ্ঠিত হয়।

আইএমও কাউন্সিলের ১২৯তম অধিবেশনে এই সাইট ইভেন্টের আয়োজন করেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম।

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ। বাংলাদেশে ১৬৭টি জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ইয়ার্ড রয়েছে। এসব ইয়ার্ড বন্দরনগরী চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলাতে অবস্থিত। বর্তমানে কার্যকর ইয়ার্ড ৫০টি। বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ সক্ষমতা বছরে ১০ মিলিয়ন মেট্রিক টনেরও অধিক। বাংলাদেশের ইয়ার্ডগুলো পৃথিবীর ৫২ দশমিক ৪ শতাংশ জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ করে থাকে।

Link copied!