শিল্প কারখানায় দিনে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৭:০৫ পিএম

শিল্প কারখানায় দিনে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশ

রমজান মাসে ঘাটতি সামলাতে শিল্প কারখানায় দিনে চার ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আগামীকাল মঙ্গলবার থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা শিল্প কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখতে হবে। এই নিয়ম কার্যকর থাকবে ১৫ দিন।

পেট্রোবাংলা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

শিল্প শ্রেণির সব গ্রাহককে প্রতিদিন ওই সময় গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়ে বিতরণ কোম্পানিগুলোকেও বিষয়টি তদারকি করতে বলেছে পেট্রোবাংলা।

এর আগে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জ্বালানি বিভাগ। সে সময় বলা হয়েছিল, সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!