এপ্রিল ৭, ২০২২, ১১:৫৩ পিএম
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যদের ওপর অর্ধশতাধিক নারী হামলা চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ মো. বখতিয়ার নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানোনো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. বখতিয়ারকে (৪২) ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় আটক বখতিয়ারকে হ্যান্ডকাফ পরিয়ে ক্যাম্পে ফেরার সময় স্থানীয় নারী ও শিশুদের ব্যবহার করে টহল সদস্যদের ওপর হামলা চালানো হয়। প্রায় অর্ধ শতাধিক নারী বিজিবির টহল সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করেন। এ সময় ধৃত আসামি বখতিয়ার ইয়াবাসহ পালিয়ে যায়।