নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় পৃথক দুটি মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার দুপুরে নৌ-থানায় একটি মামলা এবং নৌ আদালতে অপর মামলাটি করা হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌ-নিরাপত্তা উপপরিচালক বাবু লাল বৌদ্ধ বাদী হয়ে মামলা দুটি করেছেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে বলেও তিনি জানান।
নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএ থানায় একটি মামলা করেছে। মামলার পর লঞ্চে ধাক্কা দেওয়া কার্গো জাহাজের আটক মাস্টার-ড্রাইভার গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আটজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, রবিবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চকে এম ভি রূপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা গেছে।
বিআইডব্লিউটিএ 'র উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয় 'এর মাধ্যমে উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্ধার হওয়া এবং লঞ্চের ভেতরে আর কোন মৃতদেহ না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।