ঈদ উল আজহা উপলক্ষ্যে যারা পশু ক্রয় করে এখন পর্যন্ত কোরবাণির পশু জবাই করেননি তাদের আজকের (২২ জুলাই) মধ্যেই কোরবানি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে গণভবনে কোরবানির পশার বর্জ্য অপসারণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।
ব্যারিস্টার তাপস বলেন, ‘তিনদিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। তাই আগামীকালও অনেকে কোরবানির চিন্তায় রয়েছেন। যারা এমনটি চিন্তা করছেন, তাদের আজকের মধ্যেই পশু কোরবানির কাজ শেষ করতে অনুরোধ জানাই।’
সংবাদ সম্মেলনে ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘আজ (বৃ২২ জুলাই ) ঈদের দ্বিতীয় দিন ৩০ শতাংশ পশু জবাই করা হয়েছে।ডিএসসিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা গত ৩দিন ধরে বর্জ্য অপসারণসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদেরও পরিবার পরিজন ও ঈদের আনন্দ রয়েছে। তাদেরও একদিন ছুটির প্রয়োজন। একারণে ঈদের তৃতীয় দিনও পশু জবাই না করে অজকের মধ্যেই কোরবানির পশু জবাই শেষ করুন।’
ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের বেশিরভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও তিনি জানান।