শুনানির জন্য নেওয়া হল সাবেক ডিআইজি মিজানের আপিল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ০৭:৩৩ এএম

শুনানির জন্য নেওয়া হল সাবেক ডিআইজি মিজানের আপিল

পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় নিম্ন আদালতের ৩ বছরের কারাদণ্ড রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ওই আপিলটি করা হয়েছিল।

ওই মামলায় মিজানুর রহমানের জামিন আবেদন শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছে হাইকোর্ট। বুধবার মিজানুরের আইনজীবী মাহবুব শফিক শুনানির আপিল ও জামিন আবেদন করলে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ ঘুষ মামলায় দুর্নীতি দমন কমিশনের সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বসির ও মিজানুর রহমানকে যথাক্রমে ৮ ও ৩ বছরের কারাদণ্ড দেন।

মিজানের কাছ থেকে ঘুষ হিসেবে ৪০ লাখ টাকা নেওয়ার দায়ে বসিরকে ৩ বছর এবং অর্থপাচারের দায়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের সাজা একই সঙ্গে কার্যকর হবে বলেও জানিয়েছেন বিচারক। এ ছাড়া, তাকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে তাকে আরও ৬ মাস জেল খাটতে হবে।

ওই টাকা ঘুষ হিসেবে দেওয়ার জন্য মিজানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে আদালত রায়ে বলেছে, মিজান ও বছির ইতোমধ্যে কারাগারে যে সময় কাটিয়েছেন তা তাদের সাজা থেকে কেটে নেওয়া হবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে এই ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে।

খন্দকার এনামুল বছির সম্প্রতি এই মামলা থেকে খালাস চেয়ে একজন আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আপিল করেছেন বলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে জানিয়েছেন।

Link copied!