ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৮:৩০ পিএম
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈমসহ সাত জনকে ছয় মাসের এবং আরও একজনকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়াও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সংগঠনটির বিভিন্ন ইউনিটের কয়েকজন নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ দ্য রিপোর্টকে বলেন, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলনের পর অভিযুক্তদের অসাংগঠনিক কার্যকলাপের কারণে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের চতুর্থ কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আগামী ১২ মার্চ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের সভায় বহিষ্কার ও সতর্ককরণের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ বলেন, সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলনে গঠনতন্ত্রের কিছু ব্যপারে ব্যত্যয় হওয়ায় আমরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রিকুইজিশন (বিশেষ) সম্মেলন দাবি করেছিলাম। তবে সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্র ভঙ্গ করে আমাদের দাবি খারিজ করে এবং আমাদেরকে বহিষ্কারের সুপারিশ করে। কেন্দ্রীয় কমিটির এ অনৈতিক সিদ্ধান্ত আমরা মানি না।
বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় মাসের জন্য বহিষ্কার হওয়া অন্যদের মধ্যে আছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সম্পা দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহকারি সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ জানান, এ সাত জন ছাড়াও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্রের ধারা লঙ্ঘনের দায়ে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি বিলুপ্ত ঢাকা মহানগর সংসদে ২১ সদস্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।