শেখ হাসিনা না থাকলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২২, ০৮:১৫ পিএম

শেখ হাসিনা না থাকলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা না থাকলে দেশের আজকের এ উন্নয়ন হতো না। ক্ষমতার রাজনীতির কারণে দেশে গৃহযুদ্ধ লেগে যেতো। 

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে সঠিক প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছেন; তারা ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলকে প্রশ্নবিদ্ধ করতে; তারা ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে কিভাবে কালিমা লেপন করা যায়। এই সকল কাজে তারা রাষ্ট্রকে ব্যবহার করেছে এবং রাষ্ট্রের অর্থ ব্যবহার করেছে। তবে ২১ বছর ধরে তারা কেবল চেষ্টাই করেছেন, তবে সফল হয়নি। 

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে আমরা ক্ষুধা ও দারিদ্রকে জয় করেছি। আওয়ামীলীগের নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। আওয়ামীলীগের নেতৃত্বে আমরা শতভাগ বিদ্যুৎ পেয়েছি। আওয়ামীলীগের নেতৃত্বে মানুষ খেয়ে পরে বেঁচে আছে, আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মৌলিক সমস্যার সমাধান হয়েছে।

সেসময় শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে গর্ববোধ করেন আওয়ামী লীগের এ নেতা। 

দিনাজপুরের বিরলের ১০ নং রানীপুকুর ইউনিয়নের জগতপুরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন উত্তর গোবিন্দপুর, বিরল-২ এর ৩৩/১১ কেভি ২০/২৮ এমভিএ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

পরে তিনি বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। 

Link copied!