শেখ হাসিনাকে সরাতে বিদেশি কূটনীতিকরা তৎপর ছিল: ড. আবদুর রাজ্জাক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২১, ০৬:৩৭ পিএম

শেখ হাসিনাকে সরাতে বিদেশি কূটনীতিকরা তৎপর ছিল: ড. আবদুর রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক জানিয়েছেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে বিদেশি কূটনীতিকরা তৎপর ছিল। শুক্রবার (১৬ জুলাই) ‘শেখ হাসিনার কারান্তরিন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় ড. আবদুর রাজ্জাক বলেন, ‘১/১১’র সরকারে সময় বিশ্বব্যাংকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ও  বিদেশি কূটনীতিকরা বলেছিলেন, তারা আওয়ামী লীগের বিপক্ষে না, তারা শেখ হাসিনাকে মাইনাস করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলটি প্রতিষ্ঠিত হয়েছিল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার জন্য। কিন্তু বারবার আওয়ামী লীগকে আঘাত করা হয়েছে। তবুও আদর্শ থেকে আওয়ামী লীগ কখনো বিচ্যুত হয়নি।’

এসময় আব্দুর রাজ্জাক দীপ্তকণ্ঠে বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতাও এসেছিল, তখন একই লক্ষ্য সামনে রেখে অর্জিত হয়েছিল। কিন্তু পাকিস্তানের দোসররা সেই স্বাধীনতা মেনে নিতে পারেনি। ১৯৭৫-এর পর জিয়াউর রহমান স্বাধীনতার আদর্শ ভূলুণ্ঠিত করে দেয়। তারপর এরশাদও হাঁটেন একই পথে। ২০০১ সালে নীলনকশার নির্বাচনে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।’

শাহ এস এম কিবরিয়া, আহসানউল্লা মাস্টারসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়। কিন্তু আওয়ামী লীগকে অত সহজে শেষ করা যায় না। আওয়ামী লীগের প্রাণ লাখ লাখ কর্মী। তারাই দলকে উজ্জীবিত রেখে এগিয়ে নিয়ে যাবে বলে জানান তিনি।

Link copied!