জুলাই ৩, ২০২২, ০৯:৪৬ পিএম
আর মাত্র কয়েকটা দিন। এরপরই আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন যত ঘনিয়ে আসছে হাটে বাড়ছে গরু আর ব্যাপারীদের চাপ। রাজধানীর আফতাবনগর পশুর হাটে ট্রাকে করে দেশের নানা প্রান্ত থেকে গরু ও ছাগল নিয়ে আসছেন ব্যাপারীরা। তবে এখনও ক্রেতাদের ভিড় জমেনি।
আফতাবনগর ঢাকার অন্যতম বড় হাট। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এ হাটে কোরবানির পশু নিয়ে আসেন ব্যাপারীরা। এখানে ক্রেতাদেরও ভিড় থাকে উপচেপড়া।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, অন্য বছরগুলোর মতো এবারও ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে হাটের পরিধি বাড়ানো হয়েছে। ঈদের সপ্তাহখানেক বাকি থাকতেই হাটে এসে গেছে হাজার তিনেকের মতো কোরবানির পশু।
হাট কর্তৃপক্ষ আফতাবনগর ও আশপাশের এলাকায় মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছে। ক্রেতা আকর্ষণে বাজারে বড় বড় গরুর আগমন ঘটেছে বলে প্রচার করা হচ্ছে।
রাস্তার দু’পাশে সারিবদ্ধ ভাবে বিক্রির জন্য গরু ও ছাগলের জায়গা করা হচ্ছে। আর দু-একদিন পরেই পশুর হাট জমবে বলে আশা করছেন ব্যাপারীরা।