দেশের বিভিন্ন এলাকায় ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বইছে, তা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে। এসব এলাকায় এমন অবস্থা কয়েক দিন থাকতে পারে।
এ ছাড়া কুয়াশাচ্ছন্নতার কারণে অনেক জায়গায় সূর্য দেরিতে দেখা যাবে। দু-তিন দিন পর সারাদেশে তাপমাত্রা বাড়তে থাকবে বলেও জানান তিনি।
ওমর ফারুক বলেন, চলতি মাসের ১১ তারিখের পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।