শোকদিবস: জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রাখছে ডিএমপি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২১, ০৫:২৭ পিএম

শোকদিবস: জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রাখছে ডিএমপি

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে বিভিন্ন জঙ্গি সংগঠন তৎপর রয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ১৫ আগস্টে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেছে। 

শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে ১৫ আগস্টের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পর সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘আশঙ্কার কথা মাথায় আছে। আমরা আশঙ্কার জায়গা উড়িয়ে দিচ্ছি না। কারণ, জঙ্গিদের কাছে ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, যেন বাংলাদেশে এমন একটি ঘটনাও আর না ঘটে।’

১৫ আগস্ট কেন জঙ্গিদের কাছে গুরুত্বপূর্ণ সেই ব্যাখ্যায় শফিকুল ইসলাম বলেন, ‘এ দিনটিতে তারা যদি মূল ভেন্যু থেকে ২ কিলোমিটার দূরেও কোথাও হামলা করতে পারে, তাহলে তারা খুব সহজেই আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আর এটাই হল তাদের প্রধান টার্গেট। ছোট্ট একটি ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করবে। সেজন্য ১৫ আগস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

চলতি বছর ১৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মো. খালিদ হাসান ভূঁইয়াকে গত ২ আগস্ট গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। 

পুলিশ বলছে, তারা দুজনেই নব্য জেএমবির সদস্য। তারা অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন।

ডিএমপি কমিশনার দাবি করেন, নব্য জেএমবির এই শক্তিশালী গ্রুপটিকে তারা গ্রেপ্তার করেছেন।  তিনি বলেন, ‘এই গ্রুপটি ধাপে ধাপে উন্নতি করছিল। এই পুরা গ্যাংটা ধরে পড়ে গেছে। কিন্তু আমরা সতর্ক থাকছি। শঙ্কা উড়িয়ে দিচ্ছি না।’

Link copied!