বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা নিশ্চিত করাসহ তাদের ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলা চালানোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।
সোমবার (১৮ অক্টোবর) টুইটারে মিয়া সেপ্পো উল্লেখ করেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সনাতন ওপর হামলা বাংলাদেশের সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং এটা বন্ধ করা দরকার। আমরা সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
অন্তর্ভুক্তিমূলক সহনশীলতা জোরদারে সবাইকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানানো হয় ওই টুইট বার্তায়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়ক এই আহ্বান জানান।
সম্প্রতি দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানালেন।