সংলাপের ফাঁদে পড়বে না বিএনপি, রাজপথেই ফয়সালা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২৩, ০৩:১৪ এএম

সংলাপের ফাঁদে পড়বে না বিএনপি, রাজপথেই ফয়সালা: ফখরুল

সংগৃহীত ছবি

নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রশ্নে কোনো আপস নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকারের সংলাপের ফাঁদে বিএনপি আর পা দেবে না। এবার লড়াই-সংগ্রামের মাধ্যমে রাজপথে ফয়সালা হবে।”

রবিবার  গাজীপুর নগরীর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত মহানগর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না উল্লেখ করে সম্মেলনে মির্জা ফখরুল বলেন,

“এ জন্যই এই দলের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু।” 

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবার কোনো আপোষ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারা সকালে বলে একরকম, বিকেলে বলে আরেকরকম কথা। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হবে।”

মির্জা ফখরুল বলেন, “বিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক। আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল। তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথেই।”

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শাখা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান,  ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শওকত হোসেন সরকারকে সভাপতি ও মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

Link copied!