সংসদ সদস্য মাসুদা চৌধুরী মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ১২:০৯ পিএম

সংসদ সদস্য মাসুদা চৌধুরী মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিণ ৭০ বছর।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৭০ বছর বয়সী মাসুদা রশিদ বিভিন্ন শারিরিক জটিলতায় আক্রান্ত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাসুদা রশিদ চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন।

মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার আছরের নামাজের পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হবে মাসুদা রশিদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে।

প্রফেসর মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় জিএম কাদের বলেন, অধ্যাপিকা মাসুদা রশিদ একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী, সদালাপী নেত্রী ছিলেন। দীর্ঘদিন জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো; যা সহসা পূরণ হওয়ার নয়।

Link copied!