আগস্ট ২২, ২০২১, ১০:০৫ পিএম
সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাতে ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্যাতন করার জন্য বিএনপি বাংলা ভাইসহ বিভিন্ন জঙ্গিদলের সৃষ্টি করেছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের অনেকেই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলো তা তদন্তের মাধ্যমে জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। বিএনপি-জামাত ঘোষিত ১০০ দিনের কর্মসূচি ছিলো আওয়ামী লীগের অনুসারীদেরকে নির্যাতন-নিপীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করে দেয়া।
সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। আলোচনায় আরও অংশ নেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বি এম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশ যখন স্থিতিশীলতা অর্জন করছিলো, ঠিক সে সময়ে বঙ্গবন্ধুকে হত্যা করে পুরো দেশের মানুষের স্বপ্নভঙ্গ ঘটানো হয়।
ছাত্রলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের আহবান জানিয়ে বি এম মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের উন্নতিকে রোখার জন্য এখনও ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রয়েছে৷ এসব ষড়যন্ত্র রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নিজেদেরকে সুসংহত হতে হবে।’