এপ্রিল ২৩, ২০২২, ১২:০১ এএম
চট্টগ্রামের সন্দ্বীপে স্পিডবোটডুবির ঘটনায় আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হল।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- মনির হোসেন ওরফে সৈকতের (১০) ও আদিবা।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার সকালে সকাল ৯টার দিকে উপজেলার উড়িরচর ইউনিয়নের বঙ্গোপসাগর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল সকালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ অভিমুখী একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যায়। এ সময় স্পিডবোটে ২০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বুধবারই এক শিশু পানিতে ডুবে মারা যায়। নিখোঁজ হয় আরও তিন শিশু।