সব সমাবেশ দক্ষিণ সিটিতে, উত্তর সমাবেশ মুক্ত

জাতীয় ডেস্ক

জুলাই ২৮, ২০২৩, ০১:১৪ পিএম

সব সমাবেশ দক্ষিণ সিটিতে, উত্তর সমাবেশ মুক্ত

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীতে শুক্রবার সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন-আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই দিনে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে সমাবেশ করছে  বিএনপি।

পাশপাশি বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের শরিক দলছাড়াও সমমনা বিভিন্ন সংগঠনও রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমাবেশ করছে। সব সমাবেশই হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায়। এদিক দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো এলাকায় নেই কোনো ধরণের সমাবেশ-মিটিং মিছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গুলিস্তান-পল্টন ও এর আশপাশের এলাকায় ও কারওয়ান  বাজারেই  সমাবেশ হচ্ছে।

শান্তি সমাবেশের ব্যানারে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করছে।

দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ হবে। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল  কাদের। এছাড়া, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির বেশ কয়েকজন সদস্য, যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন।

অন্যদিকে, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। জুম্মার নামাজের পরই শুরু হবে এই সমাবেশ। এরই মধ্যে এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন।

বিএনপির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে, বিএনপিজোটের জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, গণফোরম, পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ (ড. রেজা), এলডিপি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমনা পেশাজীবি জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজধানীর প্রেসক্লাব, কাওরানবাজার, শাহবাগ মোড়,বিজয়নগর, মালিবাগ মোড়সহ বিভিন্ন পয়েন্টে সমাবেশ করছে।

এরই মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবশে করেছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ।  বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন এলাকার আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

এছাড়া, অন্যান্য দলগুলোর সমাবেশ বিকেল ৩টার দিকে শুরু হচ্ছে বলে জানা গেছে।

বিএনপি হাইকমান্ড সমাবেশে সর্বোচ্চ সংখ্যক লোক সমাগমের চেষ্টা করছে। দলের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে দলের নেতা-কর্মী নয়াপল্টনে এসে হাজির হয়েছেন। শুক্রবার  সকাল থেকেও লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেশ স্থলে আসতে শুরু করেছেন। এরই মধ্যে সমাবেশস্থল নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে গেছে।

Link copied!