সমাজকল্যাণমন্ত্রী আশঙ্কামুক্ত, কেবিনে স্থানান্তর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ০৮:০৮ পিএম

সমাজকল্যাণমন্ত্রী আশঙ্কামুক্ত, কেবিনে স্থানান্তর

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ গণমাধ্যমকে বলেন, কার্ডিওলজি বিভাগের ডা. মমেনুজ্জামানের অধীনে সমাজ কল্যাণমন্ত্রী চিকিৎসাধীন আছেন। তাকে গতকাল সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বর্তমানে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে, শনিবার (৬ মে) লালমনিরহাটে নিজের নির্বাচনি এলাকায় (কালীগঞ্জ-আদিতমারী) একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী নুরুজ্জামান। এসময় তাকে গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। রবিবার উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মন্ত্রীকে রংপুর সেনানিবাস থেকে ঢাকায় নিয়ে আসা হয়। মন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন।

মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন ছেলে রাকিবুজ্জামান আহমেদ।

Link copied!