সমাবেশের সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হলেন দেশ টিভির দুই সংবাদকর্মী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০২:১১ এএম

সমাবেশের সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হলেন দেশ টিভির দুই সংবাদকর্মী

সমাবেশে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হলেন দেশ টিভির ক্যামেরাম্যান ও রিপোর্টার। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে ওই ঘটনাটি ঘটে। 

এদিন বেলা ৩টার দিকে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার পর থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন। এ সময় রিপোর্টার ও ক্যামেরাম্যান তাঁদের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে ক্ষুব্ধ হয়ে ‘আওয়ামী লীগে’র দালাল বলে গালিগালাজ এবং মারধর করেন।

দেশ টিভির সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের একজন সাংবাদিকের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এটি নিন্দনীয় একটি ঘটনা। আওয়ামী লীগের দালাল বলে তাঁরা তাঁদের মারপিট করেছেন।

আনোয়ার আরও বলেন, এ ঘটনায় আমাদের ক্যামেরাম্যান আহত হয়েছেন। এই ঘটনার একটি আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাব সহ সভপতি রেজোয়ানুল হক রাজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, টেলিভিশন, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার।

এছাড়াও দেশ টিভির সাংবাদিকের উপর বিএনপির কর্মীদের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, তাঁরা মুখে গণতন্ত্রের ছবক দেয় আর গণমাধ্যমকর্মীদের উপর হামলা করে। এটিই বিএনপির চরিত্র।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

Link copied!