সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর বগুড়া রোড মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অপূর্ব অপু বলেন, “উজিরপুরে সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করে বাসায় এসেছিলাম দুপুরের খাবার খেতে। খাবার খেয়ে হেঁটে নগরীর কালিবাড়ি রোডে সময় টিভির অফিসে যাওয়ার সময় মুমীতু কমিউনিটি সেন্টার থেকে এক ব্যক্তি রিকশায় এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। নিউজ কেন করি, এই সব নিয়ে গালাগাল করতে থাকে। একপর্যায়ে ওই ব্যক্তি আমার দিকে ইট ও কাদা ছুড়ে মারে। পরে আমি দৌড় দিয়ে মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এলে আরও এক ব্যক্তি আমাকে সাদা একটি প্রাইভেটকারে (বরিশাল মেট্রো গ ১১২১৫৫) ওঠানোর চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “সেখান থেকে আবার দৌড় দিয়ে আমি পালিয়ে চলে আসি। এরপর সহকর্মী ও পুলিশকে ফোন দেই। আমার মাথায় আঘাত করা হয়েছে। কী কারণে বা কেন এ হামলা করেছে সেটা বলতে পারছি না।”
গোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাস নাগ বলেন, আমরা সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এছাড়া যে কমিউনিটি সেন্টারের সামনে ঘটনা তার মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা অফিসে নেওয়া হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, প্রকাশ্য দিবালোকে এ ঘটনা গণমাধ্যমের ওপর হুমকি। আমরা চাই অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক।