করোনার সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত সাত দিনের কঠোর লকডাউন কিংবা শাটডাউন তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সরকারের অযোগ্যতায় লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন।
রবিবার (২৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৭ জুন) বিকেলে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভার সিদ্ধান্ত জানাতে দলটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কোভিড-১৯ মোকাবিলায় সরকারের কোনো সুপরিকল্পিত কর্মসূচি নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা দিন আনে দিন খায়, তাদের জন্য খাবারের ব্যবস্থা না করে আর অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনোই কার্যকর হবে না। মানুষ ক্ষুধার তাগিদে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়বে।’
করোনার চিকিৎসার উপকরণ ও জীবন রক্ষাকারী ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে আশঙ্কার বিষয় রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে অধিকাংশ জরুরি চিকিৎসার উপকরণের মজুত শেষের পথে।
তিনি বলেন, ‘রেমডেসিভির ইনজেকশন নেই। করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট নেই। ভেন্টিলেটর, হাই ফ্লো নাজাল ক্যানুলা নেই। এমনকি দেশে পর্যাপ্ত আইসিইউ শয্যা, অক্সিজেন কনসেনট্রেটর নেই। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় সব ব্যবস্থা আছে বলে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।’
শনিবারে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কিমিটির সভার সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ী কমিটির ওই সভায় রাজধানী ও সীমান্তবর্তী জেলাগুলোয় ভারত থেকে ছড়ানো করোনার ডেলটা ধরন ভয়াবহ রূপ নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’