সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৪:৪৯ পিএম

সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে: ফখরুল

সরকারের দুর্নীতি আর ভ্রান্ত নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, সরকারের দূর্নীতি, অপব্যয় এবং অপরিকল্পিত ভ্রান্ত নীতির কারণে অস্বাভাবিকহারে সব পণ্যের দাম বাড়ছে নিয়মিত মনিটোরিং এর অভাবে পরিবহন ব্যয় অস্বাভাবিক হারে বাড়ছে বলেও অভিযোগ করেন ফখরুল। অবিলম্বে 

মির্জা ফখরুল বলেন, “এই সময়ে পানির মূল্য বৃদ্ধি কোন মতেই গ্রহণযোগ্য নয়। দেশে গ্যাস উৎপাদনের প্রতি গুরুত্ব না দিয়ে বিশেষ বিশেষ ব্যক্তিকে অনৈতিক মুনাফা পাইয়ে দেওয়ার জন্য এলপি গ্যাস আমদানী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মুল্য হ্রাস হলেও বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনকে ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন করছে।” পণ্য পরিবহন ব্যয় ও সাধারণ মানুষের যাতায়াত ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে বলেও  তিনি জানান।

এসময় তিনি পানি, গ্যাস, তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাসহ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Link copied!