জুলাই ২৮, ২০২৩, ০৫:১৩ পিএম
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ।
শুক্রবার বাদ জুম্মা বেলা ২টা ১০ মিনিটের দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কুরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কুরআন তেলোয়াতের করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মহাসমাবেশের শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, “আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ সফল করতে সফল হয়েছি। “
সমাবেশ ঘিরে সকাল থেকেই দলটির কার্যালয়ে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। তাদেরই একজন কৃষক গোলাম মোস্তফা।
সরকারের পদত্যাগের `এক দফা` দাবি নিয়ে কাফনের কাপড় পরে নওগাঁ থেকে ঢাকার সমাবেশে এসেছেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে দ্য রিপোর্ট লাইভের এ প্রতিবেদকের সাথে কথা হয় তার।
=নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি বলেন, “ বর্তমান সরকারের সময়ে দেশের কৃষকরা ভালো নেই। তাই অনেকের অনেক দাবি থাকলেও আমার দাবি একটাই- সরকারের পদত্যাগ’।
এসময় তিনি আরও বলেন, “বাড়ি থেকে কাফনের কাপড় পরে এসেছি। রাজপথে আমার মৃত্যু হলে কোনো আফসোস নেই। আমরা গরিব মানুষ, এই সরকারের অধীনে খেয়ে-পরে বেঁচে থাকা অনেকটা মৃতের মতোই। আমরা সরকারের পদত্যাগ চাই, প্রয়োজনে আমার মৃত্যু হোক।”
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়সীমার বাইরে চলে গেছে উল্লেখ করে গোলাম মোস্তফা বলেন, “প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে। ১০ টাকার জিনিস এই সরকারের আমলে ১০০ টাকা, ২০ টাকার জিনিস ২০০ টাকা হয়ে গেছে। মানুষ চলতে পারে না। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এই সরকারকে আমরা আর দেখতে চাই না।’
দেশে ভোটের কোনো অধিকার নেই দাবি করে কৃষক দলের এই নেতা আরও বলেন, “ পুনঃনির্বাচনে আমরা ভোট দিতে পারি না। কেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যায়। আমরা চাই সুষ্ঠু একটা ভোটের আয়োজন করা হোক, তখন যদি আবার শেখ হাসিনা ক্ষমতায় আসে আমাদের কোনো আপত্তি নেই।”