সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২২, ০২:০৯ পিএম

সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইভিএম বুঝি না, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। সরকার পদত্যাগ না করলে নির্বাচন সম্ভব নয়। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম।”

বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমিনরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে সাইকেল র‌্যালি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের আমলে দেশের কোনোকিছুই নিরাপদ নয়। নির্বাচন নিয়ে তারা নতুন কৌশল শুরু করেছে। তারা বিএনপিকে ভয় পায়।

Link copied!