সহিংসতা হবে না, এই নিশ্চয়তা আমরা দিতে পারি না: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ১০:৫২ পিএম

সহিংসতা হবে না, এই নিশ্চয়তা আমরা দিতে পারি না: সিইসি

নির্বাচনে সহিংসতা রোধ করার জন্য আপ্রান চেষ্টা করা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, “আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বাচনে সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংসতা হবে না, একটাও মারামরি হবে না; এই নিশ্চয়তা তো আমরা কেউ দিতে পারি না। আমরা চেষ্টা করব নিয়ন্ত্রণ করার জন্য।”

বুধবার(২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সম্ভাব্য বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনশঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, “এলাকার মাস্তান বা দোষী লোক, যেগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাদের আগাম গ্রেপ্তার করার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দিয়েছি। সেগুলো তারা করবে।”

কে এম নূরুল হুদা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী বলেছে এভাবেই, কতগুলো ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে। যেগুলো ঘটেছে, তারা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাই দিস টাইম অনেককে গ্রেপ্তার করেছে। আর যারা গ্রেপ্তার হননি, তাদেরকে গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।”

সিইসি আরও বলেন, “স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে উত্তেজনা বিরাজ করে। সেই উত্তেজনা ও উত্তাপ কখনো কখনো সহিংসতায় পরিণত হয়ে যায়। যা কখনোই আমাদের কাম্য নয়।”

তিনি বলেন, “আমরা দেখেছি যে কোথাও কোথাও মারামারি হয়েছে, খুন জখম হয়েছে। তারপরেও স্থানীয় প্রশাসন পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাচন চালু রেখেছে এবং সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।”সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ভারপ্রাপ্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।

Link copied!