জুলাই ২, ২০২২, ০৭:৫১ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সাংবাদিকদের দাবিতেই রেডিও, টেলিভিশন ও অনলাইনের জন্য ‘গণমাধ্যম কর্মী আইন’ হচ্ছে এবং তাদের চাওয়া অনুযায়ীই এর সংশোধন হবে।
শনিবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য-বিশারদ মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে এই আইন। তারা যেভাবে চাইবে সেভাবেই হবে। তারা না চাইলে এই আইন হবে না। এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নাই।” দেশের সংবাদপত্রের সাংবাদিকদের চাকরির সুরক্ষা, সংশ্লিষ্ট সুবিধাদি ও অধিকার নিয়ে আইন থাকলেও টেলিভিশন, রেডিও ও অনলাইন সাংবাদিকদের জন্য কোনো আইন নেই।
সাংবাদিকদের জন্য ২০১৮ সালে একটি সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। পরে গত ১ এপ্রিল সংসদে ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ উপস্থাপন কর হয়।
বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিতে আছে। তবে এ আইনের নামসহ বিভিন্ন ধারা নিয়ে সাংবাদিকদের মধ্যে আপত্তি রয়েছে।
ইলেক্ট্রনিক বা অনলাইন মিডিয়ার কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য কোনো আইন নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “এ আইনের ত্রুটি, বিচ্যুতি, পরিবর্তন ও পরিমার্জন করা হবে, সেটা নিয়ে আমরা একমত।
প্রস্তাবিত আইনটি নিয়ে দ্রুত সংশোধন প্রস্তাব দেওয়ার জন্য সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।
প্রস্তাবিত আইনের বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, আইনটি একেক সময় একেক রূপ ধারণ করেছে। প্রথম যেভাবে উপস্থাপন করা হয়েছিল, মাঝখানে সেটি থাকেনি।
এ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার উল্লেখ করে তিনি বলেন, “যতগুলো সাংবাদিক সংগঠন আছে, সবার সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, সংশোধিত আকারে এটা আমরা আবার তৈরি করেছি, দু-চার দিনের মধ্যেই আমরা জাতীয় সংসদের স্থায়ী কমিটিতে এটা পাঠাব।”
এর আগে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজেসি আয়োজিত ‘জনস্বার্থ, সাংবাদিকতা-সংবাদকর্মীর সুরক্ষা’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন। ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সুরক্ষা ও কর্ম পরিবেশের উন্নয়নে কাজ করে সুন্দর অবস্থান নিশ্চিত করতে পেরেছে বলে অনুষ্ঠানে জানান তিনি।