বাবুল আক্তারের বিরুদ্ধে শ্বশুরের মামলার পরবর্তি শুনানী ৬ মার্চ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৪:৫৩ পিএম

বাবুল আক্তারের বিরুদ্ধে শ্বশুরের মামলার পরবর্তি শুনানী ৬ মার্চ

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় তাঁর (বাবুল) শ্বশুরের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালতে আবেদনটি করেন মাহমুদার বাবা মোশাররফ হোসেন।

বাদীর আইনজীবী আহসানুল হক বলেন, পিবিআই বাদীর বক্তব্য গ্রহণ করেনি। বাবুলের দুই সন্তানের একজন ঘটনার প্রত্যক্ষদর্শী। তার সঙ্গে কথা না বলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এসব কারণসহ নানা ত্রুটি তুলে ধরে পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তে পাঠানোর জন্য আদালতে নারাজি আবেদন দেওয়া হয়েছে। আদালত মামলার সিডিসহ (নথি) শুনানির জন্য আগামী ৬ মার্চ তারিখ ধার্য করেছেন।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম। থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবুল আক্তার। তবে পরে বাবুলকে ঘিরে বেশ কিছু সন্দেহ তৈরি হওয়ার তার বিরুদ্ধে মামলা করেন তার শ্বশুর মোশাররফ হোসেন। 

 

 

Link copied!