সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে এ অঞ্চলের গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে নিশ্চিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের সাভার জোনের ডিজিএম প্রকৌশলী অজিত চন্দ্রদেব।
এর আগে, শুক্রবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে রাত ১০টা হতে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানী ও পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর পার্শ্ববর্তী আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।