মার্চ ২, ২০২২, ০২:৩৫ পিএম
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাভারে মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলে পুলিশের বাধা ও লাঠি চার্জে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। এ ছাড়া বিএনপির ২ কর্মীকে আটক করা হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১১টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বাসভবনে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে গেলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি রাজালাখ ফার্মের কাছে পৌঁছালে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা রাঙ্গাবন নার্সারির সামনে পথ সভার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের লাঠি চার্জ করে।