অক্টোবর ১৯, ২০২১, ০২:৪৮ পিএম
দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও বাড়িঘরে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার(১৯ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে বৈঠকে ভার্চ্যূয়ালি যুক্ত হন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন বলে তিনি জানান।
কুমিল্লার ঘটনায় চাঁদপুর, নোয়াখালী, ফেনীতে সাম্প্রদায়িত সন্ত্রাস চলে। রংপুরের পীরগঞ্জে ধর্ম অবমাননা করে ফেসবুকে এক কিশোরের স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রংপুরে বিভিন্ন স্থানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় থাকায় আটক, গ্রেপ্তার হয়েছে অনেক। তবে মূল দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় ঠাঁই পায় বিষয়টি। সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার পাশাপাশি ধর্মীয় নেতাদের এ ব্যাপারে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।এসময় কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের ব্যাপারে সরকারের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার ইঙ্গিত দেন মন্ত্রিপরিষদ সচিব।