সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২১, ০৩:৩৭ পিএম

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হচ্ছে। শনিবারও (৮ মে) দেশের সর্বত্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের রাঙামাটি জেলায়। ওইদিন তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপামাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ২০ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!