সিএনজিচালিত বাসে লাগানো হবে স্টিকার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২১, ১১:০৪ এএম

সিএনজিচালিত বাসে লাগানো হবে স্টিকার

সিএনজিচালিত বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া বন্ধে এবার স্টিকার লাগিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, শুধু ডিজেলচালিত পরিবহণগুলোতেই অতিরিক্ত ভাড়া নিতে পারবে আর সিএনজিচালিত বাসগুলোতে আগের ভাড়াই বহাল থাকছে।

বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়রোধে রাজধানীতে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে এ অভিযান পরিচালনা করা হবে। 

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, সিএনজিচালিত বাসে আলাদা স্টিকার লাগিয়ে দেওয়া হবে, যাতে অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে আমরা তথ্য চেয়েছি।

ডিজেল কেরোসিনের দাম বাড়ায় মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়িয়েছে বিআরটিএ। তবে সিএনজিচালিত বাস-মিনিবাসে নতুন ভাড়া কার্যকর হবে না।

 

Link copied!